গাড়িতে চাকা লাগাচ্ছিলেন তরুণ, নিচে চাপা পড়ে মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় জিপের নিচে চাপা পড়ে মো. তারেক নামের ২২ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণে মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া তরুণ একই উপজেলার পুঁটিবিলা ইউনিয়নের পহরচাঁন্দা এলাকার মৃত নুরুল কবিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, জিপের চালকের সহকারী ছিলেন তারেক। দুপুরে গাড়ির নিচে হাইড্রোলিক জ্যাক দিয়ে চাকা পাল্টাচ্ছিলেন তিনি। একপর্যায়ে হাইড্রোলিক জ্যাক সরে যেতেই গাড়ির নিচে চাপা পড়েন তারেক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
লোহাগাড়া থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।