চুরি ঠেকাতে আমবাগানে বৈদ্যুতিক সংযোগ, স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটের কালাই পৌর শহরের আকন্দপাড়া মহল্লায় এই বাগানের চারপাশে বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখা হয়েছিল
ছবি: প্রথম আলো

বাড়ির আঙিনায় থাকা আম-কাঁঠাল ও লিচুর গাছ থেকে ফল চুরি ঠেকাতে জিআই তার দিয়ে বাগানের চারপাশ ঘিরে রাখেন বাগানমালিক। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ওই বাগানেই কাজ করা একজন শ্রমিক। আজ শনিবার সকালে জয়পুরহাটের কালাই পৌর শহরের আকন্দপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফউদ্দিন আকন্দ (৪৮)। তিনি কালাই পৌর শহরের আকন্দপাড়া মহল্লার বাসিন্দা। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর আত্মগোপনে চলে গেছেন বাগানের মালিক কিনামুদ্দিন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাই পৌর শহরের আকন্দপাড়া মহল্লার বাসিন্দা কিনামুদ্দিন তাঁর বাগানের আম চুরি ঠেকাতে বাগানের চারদিকে জিআই তার দিয়ে ঘিরে দেন। তিনি প্রতি রাতে সেই তারে বিদ্যুৎ–সংযোগ দিতেন আর সকালবেলা বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করতেন। গতকাল শুক্রবার প্রতিবেশী শরিফউদ্দিন ওই বাগানে কাজ করে সেখানে তাঁর ভাঁড়-শিকা রেখে আসেন। আজ শনিবার সকালে ভাঁড়-শিকা আনতে বাগানে যান শরিফউদ্দিন। বাগানের জিআই তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শরিফউদ্দিনকে জিআই তারে জড়ানো অবস্থায় দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, কিনামুদ্দিন আম চুরি ঠেকাতে তাঁর বাগানে জিআই তারে বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখেন। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফউদ্দিন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।