শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু

শেরপুরের নকলায় দুই শিশুসন্তানের মৃত্যুতে শোকাহত বাবা-মাকে সান্ত্বনা দেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান। আজ বিকেলে উপজেলার বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামে
ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় খালের পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা ভাই-বোন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো ওই গ্রামের আবদুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণি এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা তিনটার দিকে মারিয়া ও তার ছোট ভাই মাসুদ আরও কয়েকটি শিশুর সঙ্গে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায়। এ সময় হঠাৎ করে মারিয়া ও মাসুদ পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুদের ডাকচিৎকারে এলাকাবাসী ও স্বজনেরা ঘটনাস্থলে এসে দুই ভাই-বোনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে নকলা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি শিশু দুটির বাড়িতে গিয়ে তাদের মা–বাবা ও স্বজনদের সান্ত্বনা দেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাদের মিয়া আজ রাত ৮টায় প্রথম আলোকে বলেন, শিশু দুটির মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফনের জন্য অনুমতি চাওয়া হয়েছে।