শ্রীমঙ্গলে শিকারির বাড়ি থেকে পাখি ধরার সরঞ্জাম জব্দ

অভিযান চালিয়ে এক পাখিশিকারির বাড়ি থেকে তিনটি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার সকালে উপজেলার লামুয়া এলাকায়ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে এক পাখিশিকারির বাড়ি থেকে তিনটি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার সরঞ্জাম জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লামুয়া এলাকায় এই অভিযান চালান বন বিভাগের লোকজন।

অভিযানে লামুয়া এলাকার পাখিশিকারি হারিস মিয়ার বাড়ি থেকে একটি শালিক, বক ও ঘুঘু উদ্ধার করা হয়। তবে এ সময় হারিস মিয়া বাড়িতে ছিলেন না।

বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁদের যাওয়ার খবর পেয়ে পাখিশিকারিরা পালিয়ে যান। পরে এলাকার লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে পাখিশিকারি হারিস মিয়ার বাড়ি থেকে তিনটি পাখি (শালিক, ঘুঘু ও বক) উদ্ধার করা হয়েছে। এ সময় পাখির খাঁচা এবং হারিসের বাড়ি থেকে একটু দূরের ঝোপঝাড় থেকে পাখি ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শীতে এই অঞ্চলে পাখির আনাগোনা বেড়ে যাওয়া শিকারিরা ফাঁদ পেতে পাখি শিকার করেন।