উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে এপিবিএন সদস্যকে কুপিয়ে জখম

প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়ে জখম করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরের (ক্যাম্প-৭) ডি ব্লকে এ ঘটনা ঘটে।

আহত এপিবিএন সদস্য হলেন কনস্টেবল শহিদুল হক। তিনি সাদাপোশাকে গোপন তথ্য সংগ্রহ করতে ক্যাম্পে গেলে হামলার ঘটনা ঘটে। ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক সৈয়দ হারুন আর রশীদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

এপিবিএন জানায়, বিকেল সাড়ে চারটার দিকে শহিদুল হক আশ্রয়শিবিরের ডি ব্লকের ৫ নম্বর সড়কের ওপর গেলে কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী তাঁকে জিম্মি করে মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে শহিদুলের হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শহিদুল হককে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সৈয়দ হারুন আর রশীদ প্রথম আলোকে বলেন, শহিদুল হক সাদাপোশাকে আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন। শহিদুল হক একা থাকায় সুযোগ পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। শহিদুলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম অথবা ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীদের ধরতে শিবিরে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।