জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে চাকরির মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখছেন অতিথিরা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে
ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরির মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির। মেলাটির আয়োজন করেছে প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা।

মেলার উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ আলমগীর কবির বলেন, ‘করোনার পর সারা বিশ্বের মতো বাংলাদেশের কর্মক্ষেত্রেও বড় বাধা এসেছে। অনেকেই চাকরি হারিয়েছেন। শিক্ষাজীবন শেষ করতেও অনেকের লম্বা সময় লাগছে। এ দিকে চাকরিদাতারা বলছেন, তাঁরা যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন না। এই মেলা চাকরিদাতা ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সংযোগ ঘটাতে সক্ষম হবে।’

প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী, দেশের শিক্ষিত তরুণ বেকার ১০ দশমিক ৭ শতাংশ। এই বিশালসংখ্যক বেকার তরুণ নিজেদের যোগ্যতা ও দুর্বলতার ব্যাপারগুলো সম্পর্কে অবগত নন। ফলে নিজেদের যোগ্যতার উন্নয়ন ও কর্মক্ষেত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছেন না। মেলায় চাকরি পাওয়ার পাশাপাশি চাকরির নানা প্রাসঙ্গিক বিষয়েও চাকরিপ্রত্যাশীরা জানতে পারবেন।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মনির উদ্দিন শিকদার, প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম ও এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার। পরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের করিডরে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের বুথ ও স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকেরা জানান, মেলায় ইউনিলিভার বাংলাদেশ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, পারটেক্স স্টার গ্রুপ, বিকাশ লিমিটেড, প্রাণ-আরএফএল, আকিজ গ্রুপসহ ৩০টি করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলার সিভি বুথে সিভি যাচাই, সংশোধন ও সিভি সম্পর্কে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার সুযোগ থাকবে। মক ভাইভা দিয়ে ভাইভা ভীতি কাটাতে পারবেন চাকরিপ্রার্থীরা।

বেলা তিনটা থেকে জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে ক্যারিয়ার সামিট শুরু হবে। ক্যারিয়ার সামিট অংশে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন আকিজে ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সাইয়েদ আলমগীর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেবেন বিকাশ লিমিটেডের জেনারেল ম্যানেজার আবু ইউসুফ মোহাম্মদ রাশেদুল আমিন।