ইলিশ রক্ষার অভিযানে আটক মাঝিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলি

অভিযানে আটক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে হামলা চালানানোর অভিযোগে আরও দুজনকে আটক করে চাঁদপুরের হরিণা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা
ছবি: সংগৃহীত

চাঁদপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঝনদী থেকে এক ব্যক্তিকে আটকের জেরে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন। বিক্ষোভকারীরা আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নৌ পুলিশের সদস্যরা দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

আজ সোমবার দুপুরে চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম সোলেমান দরজি (৪০)। তিনি হরিণা ফেরিঘাটের নৌকার মাঝি।

হরিণা নৌ পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে মাঝনদী থেকে ইলিশ মাছসহ সোলেমান দরজিকে আটক করে নৌ ফাঁড়ির পুলিশ। পরে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় কিছু মানুষ নৌ পুলিশের ওপর হামলা চালিয়ে সোলেমানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় সফিক হাওলাদার (৩২) ও মো. সোহাগ খান (২৪) নামের আরও দুজনকে আটক করে পুলিশ।

সোলেমানের বড় ভাই মোজাম্মেল দরজি বলেন, সোলেমান হরিণা ফেরিঘাটের নৌকার মাঝি। তিনি বিভিন্ন জেলেকে দাদনে টাকা দেন। ওই দাদনের টাকা লেনদেনের জন্য তিনি মাঝিদের কাছে গিয়েছিলেন। নৌ পুলিশ সদস্যরা তাঁকে আটক করে সঙ্গে থাকা ৪০-৫০ হাজার টাকা ছিনিয়ে নেন।

হরিণাঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে ইলিশসহ জেলে সোলেমান দরজিকে আটক করা হয়। তাঁকে ফাঁড়িতে নিয়ে আসার সময় স্থানীয় লোকজন ফাঁড়ি ঘেরাও করে হামলা চালান এবং বিক্ষোভ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। টাকা নেওয়ার বিষয়টি তিনি জানেন না।

চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান সোমবার রাত পৌনে নয়টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে আছেন। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে।