চট্টগ্রামের মিরসরাইয়ে খালের পাশে মিলল নবজাতক, ঠাঁই হলো নিঃসন্তান দম্পতির ঘরে

চট্টগ্রামের মিরসরাইয়ে মায়ানী গ্রামে খালের পাড় থেকে উদ্ধার করা হয় একটি নবজাতককে। আজ সকালে তোলাছবি: ইমরান হোসাইন নামের এক ফেসবুক ব্যবহারকারীর কাছ থেকে নেওয়া

চট্টগ্রামের মিরসরাইয়ে খালপাড় থেকে তোয়ালে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামের একটি খালপাড়ে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় এক কৃষক তাকে উদ্ধার করে। সদ্য ভূমিষ্ঠ ছেলেশিশুটিকে কে বা কারা খালপাড়ে রেখে যায়, তা জানা যায়নি।

স্থানীয় লোকজন জানান, পূর্ব মায়ানী এলাকার মো. মোস্তফা নামের এক কৃষক সকালে মাঠে যাওয়ার সময় খালপাড়ে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান। কান্নার শব্দ শুনে তিনি আশপাশে খুঁজে খালপাড়ে তোয়ালে মোড়ানো একটি নবজাতক দেখতে পান। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মুজিবুল হক নামে এক ব্যক্তির কাছে নিয়ে যান। ঘটনার জানাজানি হলে এলাকার শত শত লোক শিশুটিকে দেখতে ভিড় করেন। পরে স্থানীয় লোকজনের সম্মতিতে এক নিঃসন্তান দম্পতিকে দেওয়া হয়। শিশুটিকে এখন হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছেন ওই দম্পতি।

শিশুটি উদ্ধারের সময় সেখানে ছিলেন শাহাব উদ্দিন নামের এক তরুণ। তিনি প্রথম আলোকে বলেন, ‘দেখে মনে হচ্ছে, নবজাতকটিকে জন্মের কিছু সময় পরই ফেলে রেখে যাওয়া হয়েছিল। কান্নার শব্দ শুনে স্থানীয় কৃষক মোস্তফা নবজাতকটি পাওয়ার পর আমাদের বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি এলাকার লোকজনকে জানালে তাঁদের উপস্থিতি ও সম্মতিতে শিশুটিকে নিঃসন্তান এক ব্যবসায়ী পরিবারের হাতে তুলে দেওয়া হয়।’

মায়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া জানান, খালপাড় থেকে একটি সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক উদ্ধারের পর স্থানীয় এক নিঃসন্তান পরিবারের হাতে তাকে তুলে দেওয়া হয়েছে। সে এখন সুস্থ রয়েছে।

জানতে চাইলে এমন কোনো ঘটনার কথা শোনেননি বলে জানান মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) জহির আমিন। তিনি বলেন, ‘মায়ানী ইউনিয়ন আমার দায়িত্বপ্রাপ্ত এলাকা। সেখানে খালপাড়ে নবজাতক পাওয়া গেছে, এ ধরনের কোনো ঘটনার কথা শুনতে পাইনি। এলাকা থেকেও কেউ এ বিষয়ে কিছু জানায়নি আমাদের।’