ময়মনসিংহে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৬

ময়মনসিংহ জেলার মানচিত্র

ময়মনসিংহ নগরের একটি বাড়িতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছে। শনিবার দুপুরে নগরের সানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন গৃহকর্তা মো. নজরুল ইসলাম (৭৩), নজরুলের জামাতা সোয়েব মাহমুদ (৪০), নাতি রুহাদ (৭), গ্যাসের চুলার শ্রমিক মো. বিল্লাল (৩২), প্রান্ত (৩২) ও সাদ্দাম (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সানকিপাড়া শেষ মোড় এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা নির্মাণকাজ শেষে আজ বিকেলে বসবাস শুরুর কথা ছিল। দুপুরে গ্যাসের চুলা লাগানো হয়। চুলা লাগানো শেষে চুলায় পরীক্ষামূলকভাবে অগ্নিসংযোগ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হয়। দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে দগ্ধ নজরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।