কাদের সিদ্দিকীর আসনে বিকল্পধারার মনোনয়নপত্র কিনলেন আবুল হাশেম
টাঙ্গাইল-৮ (সখীপুর ও বাসাইল) আসনে বিকল্পধারার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবুল হাশেম ওরফে দুর্জয়। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সখীপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২০ হাজার টাকা জমা দিয়ে তিনি মনোনয়নপত্র কিনেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাশেম একই আসন থেকে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন, তবে পাননি। পরে কৃষক শ্রমিক জনতা লীগ ছেড়ে ২০১৯ সালে তিনি বিকল্পধারা থেকে মনোনয়নপত্র নিয়ে কুলা প্রতীকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে জামানত হারান।
টাঙ্গাইল-৮ আসন থেকে আবুল হাশেম বিকল্পধারার প্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলম।
বিকল্পধারা থেকে নির্বাচন করার বিষয়ে আবুল হাশেম বলেন, ‘১৯৯৯ সালে বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন। সেই থেকে ২০১৮ সাল পর্যন্ত আমি তাঁর সঙ্গে ছিলাম। একই বছর আমি কৃষক শ্রমিক জনতা লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছিলাম। কিন্তু তিনি আমাকে মনোনয়ন না দিয়ে এই আসনে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকীকে মনোনয়ন দিয়েছিলেন, যা ছিল পরিবারতান্ত্রিক। এর প্রতিবাদ করে কৃষক শ্রমিক জনতা লীগ ত্যাগ করে বিকল্পধারায় যোগ দিই। এবার কাদের সিদ্দিকী নিজেই দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমার এবার সুযোগ হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গে ভোটযুদ্ধে অংশ নেওয়ার।’
আবুল হাশেম আরও বলেন, ‘এ নির্বাচনে বিএনপি আসছে না। আওয়ামী লীগ ও কাদের সিদ্দিকীকে এবার ভোটাররা পছন্দ করছেন না। নির্বাচন সুষ্ঠু হলে বিরোধী ঘরানার ভোটগুলো আমি পাব। সেই হিসাবে এবারের নির্বাচনে আমার জয় সুনিশ্চিত।’
টাঙ্গাইল-৮ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মো. জোয়াহেরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য, বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতাউল মাহমুদ এবং বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরকার আরিফুজ্জামান ফারুক। এই আসন থেকে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও নির্বাচন করবেন। এ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল করিম এ আসন থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।