হাসপাতালের বেডে নবজাতক, পাশে মায়ের লেখা চিরকুট
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ফেলে যাওয়া হয়েছে এক নবজাতক কন্যাসন্তানকে। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে ভর্তি করা হয়, সঙ্গে ছিল একটি চিরকুট যাতে লেখা ছিল মায়ের ধর্মীয় পরিচয় এবং পরিস্থিতির বিবরণ। শুক্রবার ঘটনাটি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। শিশুটি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সুস্থ আছে।