হাটহাজারীতে বিএনপি কর্মীকে হত্যা: গাড়িতে ২২টি গুলি

বিএনপি কর্মী আব্দুল হাকিমের গাড়ি ঘিরে গুলি করছে সন্ত্রাসীরা । গতকাল বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাটে

চট্টগ্রামের হাটহাজারীতে সন্ত্রাসী হামলায় নিহত বিএনপি কর্মী আবদুল হাকিমের গাড়িতে ২২টি গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে সাড়ে আট লাখ টাকা উদ্ধার করেছে এবং চার সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশের ধারণা, রাজনৈতিক ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মদুনাঘাট বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।