যাত্রীদের নিষেধ সত্ত্বেও চালকের বেপরোয়া গতি, বাস ডোবায় পড়ে নিহত ১, আহত ১০

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে মাহিলাড়া ইউনিয়নের বেজহার এলাকায়ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কে মাহিলাড়া ইউনিয়নের বেজহার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানিয়েছেন, ঢাকা থেকে বাস ছাড়ার পর চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করলেও করলেও তিনি তা শোনেননি। নিহত সেলিম রেজা (৩৮) যশোরের মনিরামপুর উপজেলার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনায় পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের বেজহার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে যায়। এতে বাসটির ছাদ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলে বাসের এক যাত্রী মারা যান। গুরুতর আহত হন আরও ১০ জন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। বাসটি পানিতে পড়ে অর্ধেক ডুবে গিয়েছিল। রাত সাড়ে তিনটার দিকে উদ্ধারকাজ শেষ হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনায় আহত আবীর হোসেন (৪০) নামের এক যাত্রী বলেন, ‘চালক দেলোয়ার হোসেন (৩৫) ঢাকা থেকে বাসটি ছাড়ার পর বেপরোয়া গতিতে ছুটছিলেন। আমরা বারবার তাঁকে নিষেধ করলেও তিনি তা শোনেননি। বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’

ওসি গোলাম রসুল মোল্লা জানান, লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও তাঁর সহকারী পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।