দিনাজপুরে তেলবাহী লরি ঢুকে গেল চায়ের দোকানে, নৈশ প্রহরীসহ নিহত ২

তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে। আজ শনিবার সকালে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁ হাটখোলা বাজারেছবি: প্রথম আলো

দিনাজপুর সদর উপজেলায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে। এতে নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার কাউগাঁ হাটখোলা বাজারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার শশরা ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমান (৫৮) ও হাটখোলা বাজার এলাকার বাসিন্দা রানা হোসেন (২৫)। নিহত আজিজার রহমান কাউগাঁ হাটখোলা বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখোলা বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন নৈশ প্রহরী আজিজার ও স্থানীয় বাসিন্দা রানা হোসেন। ফুলবাড়ী থেকে ছেড়ে আসা তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই চায়ের দোকানে ঢুকে যায়। এতে লরির চাপায় ঘটনাস্থলেই তাঁরা দুজন মারা যান। স্থানীয় লোকজন ছুটে এসে লরিচালক ও তাঁর সহকারীকে আটক করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, একটি তেলবাহী লরির চাপায় দুজন নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, চোখে ঘুম নিয়ে চালক লরিটি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন। লরিচালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।

এদিকে আজ সকাল ছয়টার দিকে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চণ্ডীপুর এলাকায় নৈশ কোচের ধাক্কায় রফিকুল ইসলাম (৬২) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়নগর গড় পিংলাই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।