ফটিকছড়িতে ভারী অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ভারী অস্ত্র ও গোলা বারুদসহ আটক পাঁচ সন্ত্রাসী
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরের বটতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে ভারী অস্ত্রসহ পাঁচ সন্ত্রাসী আটক হয়েছে। সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের সদস্যরা আজ শনিবার ভোর চারটার দিকে এই অভিযান চালান। বটতলী এলাকাটি চট্টগ্রামের ফটিকছড়িতে হলেও এটি খাগড়াছড়ির মানিকছড়ির সীমানাসংলগ্ন এলাকা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের টহল দল ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বটতলীতে রমজান আলী নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি মর্টার, ১টি একে ৪৭ রাইফেল, ১টি এম ওয়ান রাইফেল, ১টি একে-২২ রাইফেল, ১টি চীনা পিস্তল, ১টি এলজি লং ব্যারেল রাইফেল, ১টি এলজি শর্ট ব্যারেল রাইফেল, ২টি ওয়াকিটকি, মাইন তৈরির সরঞ্জাম, ভারতীয় রুপি, গোলাবারুদ, বিপুল পরিমাণ আইইডি সরঞ্জাম ও ইউনিফর্ম উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনীর দাবি, বাড়ির মালিককে জিম্মি করে সন্ত্রাসীরা এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। আটক সন্ত্রাসীরা ‘মগ পার্টির’ সক্রিয় সদস্য বলে জানায় সূত্রটি। আটকের পর সন্ত্রাসীদের ফটিকছড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ভারী অস্ত্র ও গোলা বারুদসহ আটক পাঁচ সন্ত্রাসী
ছবি: সংগৃহীত

জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ ইবনে আনোয়ার প্রথম আলোকে বলেন, আটক পাঁচজনকে ফটিকছড়ি থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।