পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোজিনা আক্তার তাঁর কন্যাশিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বড় ডেইল এলাকায় আসার পর উল্টোদিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসকে হঠাৎ সাইড দেওয়ার চেষ্টা করে তাঁদের বহনকারী অটোরিকশাটি। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান রোজিনা আক্তার। এ সময় বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় আহত হয় ভেতরে থাকা তাঁর কন্যাশিশু।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসের চালক পালিয়ে গেছেন।