অটোরিকশা থেকে পড়ে বাসের চাপায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু, মেয়ে আহত

দুর্ঘটনার পর নিহত নারীর লাশ উদ্ধারে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় ডেইল এলাকায়
ছবি: প্রথম আলো

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাসচাপায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় গোরকঘাটা-কালারমারছড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই নারীর তিন বছরের এক কন্যাশিশুও আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত নারীর নাম রোজিনা আক্তার (৪৩)। তিনি উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার মোহাম্মদ ছৈয়দের স্ত্রী। দুর্ঘটনায় আহত শিশুর নাম তানহা বেগম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোজিনা আক্তার তাঁর কন্যাশিশুকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছিলেন। বড় ডেইল এলাকায় আসার পর উল্টোদিক থেকে আসা বেপরোয়া গতির একটি বাসকে হঠাৎ সাইড দেওয়ার চেষ্টা করে তাঁদের বহনকারী অটোরিকশাটি। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান রোজিনা আক্তার। এ সময় বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি। অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় আহত হয় ভেতরে থাকা তাঁর কন্যাশিশু।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই বাসটি জব্দ করা হয়েছে, তবে বাসের চালক পালিয়ে গেছেন।