সিলেটে বিএনপির গণসমাবেশ হবে ‘ঐতিহাসিক’

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করে মহানগর স্বেচ্ছাসেবক দল। আজ বুধবার বিকেলে সিলেট নগরের আম্বরখানা এলাকায়
ছবি : প্রথম আলো

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ‘ঐতিহাসিক সমাবেশ’ হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। আজ বুধবার বিকেলে গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বক্তারা এ মন্তব্য করেন।

নগরের আম্বরখানা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসর খান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ আনসারী, আবু সালেহ মো. তাহের, আবদুল হাশিম জাকারিয়া, আজিজ খান, আবুল কালাম সাহেদ, সদস্য বেলাল আহমদ, মিছবা আহমদ, আবির হাসান, মেহেদী হাসান, শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে মাহবুবুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে লুটেপুটে শেষ করে দিয়েছে। তাই দেশ ও দেশের মানুষ বাঁচাতে জনগণকে রাস্তায় নামতে হবে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার কোনো বিকল্প নেই।