‘বগুড়ায় উপনির্বাচনে ৬৭ শতাংশ ভোটার নৌকায় ভোট দেবেন’

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন দলীয় প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন শিশু উদ্যানে
ছবি: প্রথম আলো

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ৬৭ শতাংশ ভোটার  নৌকায় ভোট দেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য  আবদুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় শহীদ খোকন শিশু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, বগুড়াবাসীকে  একটি সুসংবাদ দিতে চাই। আর সেই সুসংবাদ হচ্ছে, আগামী ১ ফেব্রুয়ারি যে উপনির্বাচন, সেই নির্বাচনে গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদন অনুযায়ী বগুড়ার শতকরা ৬৭ ভাগ ভোটার নৌকা মার্কায় ভোট দেবেন বলে উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান আরও বলেন, ‘বগুড়ায় আসার পর কিছু সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলাম, ১ ফেব্রুয়ারির ভোটে কী হবে?  তাঁরা বললেন, ‘‘ভোটে যা হবার তা তো হবেই। ন্যাড়া একবারই বেলতলা যায়।”  বগুড়ার মানুষ আরও বললেন, ‘ধানের শীষে ভোট দিয়ে বগুড়ার মানুষের উন্নয়নের কথা বলবার জন্য যাদের সংসদে পাঠিয়েছিলাম, তারা আমাদের পিঠে ছুরিকাঘাত করে পদত্যাগ করে আমাদের জনসমুদ্রে ভাসিয়ে দিল। আমরা আগামী ১ ফ্রেব্রুয়ারি নৌকায় ভোট দিয়ে এর জবাব দেব।’

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক নৌকা বিজয়ী হলে বগুড়ায় বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল চালুসহ নানা উন্নয়ন প্রতিশ্রুতির কথা শোনান। তিনি ওই সভায় বলেন, বগুড়ার মালিক, বগুড়ার জনগণ। অন্য কেউ নয়। ১ ফেব্রুয়ারি নির্বাচন হবে। শেখ হাসিনা নৌকা তুলে দিয়েছেন রাগেবুল আহসানের হাতে। এটাই বগুড়াবাসীর জন্য সুবর্ণ সুযোগ। রাগেবুল বগুড়ার উন্নয়নে শেখ হাসিনার বার্তাবাহক হিসেবে কাজ করবেন। রাগেবুলকে ভোট দিয়ে শেখ হাসিনাকে এমপি উপহার দিন, শেখ হাসিনাও বগুড়াবাসীকে উন্নয়ন উপহার দেবেন।

জাহাঙ্গীর কবির নানক ভোটারদের উদ্দেশে আরও বলেন, বাসাবাড়িতে ৪০ হাজার গ্যাস–সংযোগ আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে আছে। নৌকা জিতলে গ্যাস–সংযোগ দেওয়া হবে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসানের সমর্থনে আয়োজিত ওই জনসভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এস এম কামাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য মো. আলী আরাফাত, সাখাওয়াত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ম. আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান প্রমুখ বক্তব্য দেন।