আলিম পরীক্ষায় এবারও দেশসেরা ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা

আলিম পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত ঝালকাঠির এন এস কামিল মাদরাসার শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো

আলিম পরীক্ষায় এবারও দেশসেরা ফল অর্জন করেছে ঝালকাঠির এন এস কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে এ বছর ৩৭৪ জন আলিম পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন। তাঁদের মধ্যে ২৫৬ পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ–৫। বাকি সবাই ‘এ’ গ্রেড পেয়েছেন।

আজ বুধবার দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। এ সময় মাদ্রাসার ক্যাম্পাসে জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীরা বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

বর্তমানে এ মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী রয়েছেন জানিয়ে অধ্যক্ষ মুফতি গাজী মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা ইতিমধ্যে দেশের শীর্ষস্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় দেশসেরা হয়ে আসছে।

প্রতিষ্ঠানের সাফল্যের জন্য শুকরিয়া আদায় করেন মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ইসলামি চিন্তাবিদ হজরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুর এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এর আরও উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সবার সহযোগিতা কামনা করেছেন এই অধ্যক্ষ।