সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
সিলেটে মদন মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছেন। আজ সোমবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজ ছাত্রলীগ সূত্রে জানা যায়, সিলেট নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ ও কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন কলেজের বিবিএসের শিক্ষার্থী সাকিব আহমদ ও মহসিন আহমদ। এর মধ্যে সাকিব সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুজন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। শুনেছি, কলেজে দুই শিক্ষার্থীর ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’
মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান জানান, তিনি সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাস থেকে শুনেছেন বহিরাগত কিছু তরুণ ক্যাম্পাসে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। এ সময় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাঁদের বাইরে বের করে দিয়েছেন।
সিলেট ছাত্রলীগের একাধিক নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের মধ্যে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দ্বন্দ্ব রয়েছে। কলেজ ক্যাম্পাসে মাহমুদুল হাসানের পক্ষের নেতা-কর্মীরা অবস্থান ও নিয়ন্ত্রণ করেন।
অন্যদিকে কলেজের বাইরে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদের শক্ত অবস্থান রয়েছে। সম্প্রতি নাঈম আহমদের পক্ষের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাসেও অবস্থান তৈরির চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয়। এর জেরে আজ দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাকিব আহমদ নামের এক ছাত্রলীগ কর্মী পায়ে ছুরিকাহত হয়েছেন।
সিলেটের কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির উপপরিদর্শক অঞ্জন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেলের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।