কুমিল্লার ২ বিশ্ববিদ্যালয়ে ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্ব

কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন-জিনিয়াস প্রতিযোগিতার অ্যাকটিভেশন পর্বে আগত শিক্ষার্থী ও অতিথিরা। বুধবার দুপুরেছবি: প্রথম আলো

পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের অবকাঠামোগত প্রকৌশল বিষয়ে দক্ষতা বাড়াতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস ২০২৪’ প্রতিযোগিতা। ‘আজকের কাঠামো-নকশায় দৃঢ় হোক আগামীর পৃথিবী’ প্রতিপাদ্যে অনুষ্ঠেয় ওই প্রতিযোগিতার এখন নিবন্ধন পর্ব চলছে।

নিবন্ধনের বিষয়ে জানাতে আজ বুধবার বেলা ১১টায় কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেলা দুইটায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় অ্যাকটিভেশন পর্ব।

প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজনের একাডেমিক পার্টনার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। দুটি অনুষ্ঠানে প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে স্মরণ করে তাঁর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে ইন-জিনিয়াস প্রতিযোগিতার একাডেমিক সমন্বয়ক প্রকৌশলী আশরাফুল আল শাকুর প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি তুলে ধরেন।

লালমাই পাহাড়ের টিলাঘেরা সিসিএন ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শাহ জাহান, রেজিস্ট্রার মো. জামাল হোসেন, কলা অনুষদের ডিন আলী হোসেন চৌধুরী, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন-জিনিয়াস প্রতিযোগিতার সমন্বয়ক নুরুজ্জামান নাদিম।

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইন-জিনিয়াস ২০২৪ অ্যাকটিভেশন পর্ব অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা
ছবি: এম সাদেক

বাইউস্টের প্রশাসনিক ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. সফিউদ্দিন মিয়া, বিভাগীয় প্রধান মো. ইমাম হোসেন, প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক গাজীউল হক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভবন নির্মাণের ক্ষেত্রে পুরকৌশলীদের ভূমিকা সবচেয়ে বেশি। নিজেদের দক্ষ করতে হলে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। দক্ষতা বাড়াতে হবে। নতুন প্রকৌশলীদের চৌকস হতে হবে।

আয়োজকেরা জানান, যেকোনো বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের তৃতীয়, চতুর্থ ও সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। বর্তমানে নিবন্ধন কার্যক্রম চলছে। নিবন্ধনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।