গাজীপুরে ডাকাতদের বাধা দেওয়ায় কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা

গাজীপুরে নিহত কলেজছাত্র মহিউর সুনান চৌধুরী
ছবি: সংগৃহীত

গাজীপুরের সালনায় এক কলেজছাত্রকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময়ে তারা ওই বাড়িতে স্বর্ণালংকারসহ অন্য মালামাল লুট করে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে সালনার পশ্চিম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম মহিউর সুনান চৌধুরী (১৮)। তিনি ওই এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে। গাজীপুর শহরের কাজী আজিম উদ্দিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

গাজীপুর মহানগর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, গতকাল দিবাগত রাত তিনটার দিকে একদল দুর্বৃত্ত ওই বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢোকে। দুর্বৃত্তরা বাড়িতে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময়ে কলেজছাত্র মহিউর তাদের বাধা দিলে তাঁকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এটি ডাকাতির বা লুটের ঘটনা, নাকি পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, সেটি তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, গোয়েন্দা, সিআইডি ও বিপিআই পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহে কাজ করছে।

নিহত কলেজছাত্রের মা মোছা. মেহজাবিন বলেন, রাত তিনটার দিকে কয়েক যুবক তাঁদের বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে কালো কাপড় দিয়ে তাঁর চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ৫ ভরি স্বর্ণালংকার ও ২৫ থেকে ৩০ হাজার টাকা লুট করে। এ সময়ে তাঁর ছেলে বাধা দিলে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। তিনি আরও জানান, তাঁর ছেলে মহিউর কম্পিউটারে গেমস খেলতেন এবং গেমের আইডি বিক্রি করতেন স্থানীয় ছেলেদের কাছে। কয়েক মাস আগে এটি নিয়ে তাঁদের সঙ্গে ঝামেলা হয়। কিন্তু পরবর্তী সময়ে সেটি মীমাংসাও হয়েছে। তাঁর সন্দেহ, পূর্বশত্রুতার জেরে এটি ঘটতে পারে।