সোনাতলায় চাচার লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

বগুড়ার সোনাতলা উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধে চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। তাঁর নাম তাহেরুল ইসলাম (৩২)। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তাহেরুল ইসলাম ছাতিয়ানতলা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। পেশায় তিনি কৃষক ছিলেন। অভিযুক্ত চাচার নাম মঞ্জুরুল ইসলাম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমির সীমানা নিয়ে তাহেরুলের সঙ্গে তাঁর চাচা মঞ্জুরুল ইসলামের বিরোধ চলছিল। আজ বিকেলে জমি মাপার সময় দুই পক্ষের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। এর একপর্যায়ে ভাতিজা তাহেরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন মঞ্জুরুল ইসলাম। এতে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান প্রথম আলোকে বলেন, জমির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচার লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি ও অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।