পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বুধবার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই উৎসবে শিক্ষার্থীরা নানা ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহিদুল ইসলাম। শেষ হয় বিকেল ৪টায়। উৎসবে মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন।
মনোবিজ্ঞান বিভাগের ছাত্রী ফারিয়া আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ বছর আমার প্রথম বর্ষ শুরু হয়েছে। এ বছরই এমন উৎসবের আয়োজন করেতে পেরে আমাদের ভালো লাগছে। গত রাতে আমরা নিজেরা এ পিঠা তৈরি করেছি।’
পরিসংখ্যান বিভাগের ছাত্র ইকরামুল ইসলাম বলেন, উৎসব উপলক্ষে আগের রাতে বন্ধুরা মিলে প্রায় ২০ ধরনের পিঠা তৈরি করেছেন। সকালে এমন আয়োজনে করতে পেরে নিজেদের কাছে ভালো লাগছে।
উপাচার্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের উৎসব হোক। আজকের এ উৎসবে আমরা আমাদের ছোটবেলায় ফিরে গেছি। আমরা ছোটবেলায় গ্রামে এ ধরনের আয়োজন দেখতাম। সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য আমরা আবার ফিরিয়ে আনতে চাই।’