বঙ্গোপসাগরে নিখোঁজের ৮ দিন পর ১৪ জেলের সন্ধান মিলেছে

বঙ্গোপসাগর
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজের আট দিন পর ভোলার চরফ্যাশন উপজেলার ১৪ জেলের সন্ধান মিলেছে। গতকাল বুধবার বিকেলে ওই ফিশিং বোটের মাঝি মুঠোফোনে স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ১৪ জেলেকে নিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের কচ্ছপিয়া মাছঘাটে ফিরে আসছেন বলে জানিয়েছেন।

চরফ্যাশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, চরফ্যাশন উপজেলার ছয়টি ফিশিং বোট নিখোঁজ হয়েছিল। এর মধ্যে ৫টি ফিশিং বোটসহ ৮০ জন জেলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এর মধ্যে ৭৮ জেলে সাঁতরে, অন্য জেলে ও ট্রলারের সাহায্যে উদ্ধার হয়। কিন্তু ট্রলারগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দুই জেলে এখনো নিখোঁজ।

মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ছয় ফিশিং বোটের মধ্যে একটি গতকাল দুপুর পর্যন্ত নিখোঁজ ছিল। ওই বোটের মালিক কচ্ছপিয়া মাছঘাটের আড়তদার মো. বাবুল (৪০)। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ চরমানিকা গ্রামে। বাবুল ১৯ আগস্ট জেলেসহ বোট নিখোঁজের বিষয়ে দক্ষিণ আইচা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

বাবুলের জিডি সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট সকালে তাঁর ফিশিং বোট নিয়ে ১৪ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বোটের মাঝি মো. আবদুল বারেক (৩৬)। মাছ ধরতে যাওয়া জেলেদের বাড়ি উপজেলার দক্ষিণ চরমানিকা ও চরমঙ্গল এলাকায়। তবে ১৮ আগস্টের পর থেকে তাঁদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মুঠোফোনে বোটের মাঝি আবদুল বারেক বলেন, তাঁরা ঝড়ের কবলে পড়ে বাগেরহাটের মোংলা উপজেলার চালনা এলাকার দক্ষিণের এক চরে আটকে গিয়েছিলেন। সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না। তাই পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তবে তাঁরা সবাই নিরাপদে আছেন। এখন তাঁরা চরমানিকা ইউনিয়নের কচ্ছপিয়া মাছঘাটের দিকে ফিরছেন।