ফেনীতে গ্যারেজের সামনে রাখা অটোরিকশা পোড়াল দুর্বৃত্তরা

মেরামতের জন্য গ্যারেজের সামনে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর কাঁচাবাজার এলাকায়ছবি: সংগৃহীত

ফেনীতে গ্যারেজের সামনে মেরামতের জন্য রাখা সিএনজিচালিত একটি অটোরিকশা পুড়িয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে ফেনী শহরের ট্রাংক রোডের দাউদপুর কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়ে অটোরিকশাটির চালক মুরাদ হোসেন বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে অটোরিকশাটি মেরামত করতে দাউদপুর কাঁচাবাজার এলাকায় গ্যারেজে যান। কিছুক্ষণ পর মাস্ক পরা কয়েক যুবক সেখানে এসে অটোরিকশায় পেট্রল ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় যুবকদের একজনের মুখের মাস্ক খুলে পরায় তিনি চিনতে পারেন। তাঁর নাম কামাল। তিনি শহরের দাউদপুর মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুলের পাশে আরামবাগ এলাকায় বসবাস করেন। তিনি কামালকে চিনতে পারায় তাঁকে (মুরাদ) মারধরের চেষ্টা করেন যুবকেরা।

পাশের খাল থেকে পানি এনে আগুন নেভানোর আগেই গাড়ির অধিকাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন গ্যারেজের মিস্ত্রি জাহিদ।

অটোরিকশার চালক মুরাদ হোসেন শহরের আরামবাগ এলাকায় বসবাস করেন। দুর্বৃত্তদের দলে থাকা কামালও একই এলাকায় বসবাস করেন। ফলে কামালকে চিনতে পারেন তিনি। খবর পেয়ে ফেনী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিকশাটি থানায় নিয়ে যায়।

ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই অটোরিকশার চালক বাদী হয়ে ফেনী থানায় একটি মামলা করেছেন। মামলায় একজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।