উজিরপুরে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে বাগ্বিতণ্ডার পর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার
বরিশালের উজিরপুরে রিফাত জোমাদ্দার (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উজিরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদার্শী মহল্লা থেকে লাশ উদ্ধার করা হয়। রিফাত জোমাদ্দারের স্ত্রীর দাবি, তাঁর সঙ্গে অভিমান করে গতকাল রাতে রিফাত তাঁকে ভিডিও কল দিয়েছিলেন। ভিডিও কলে কথা বলার একপর্যায়ে রিফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
রিফাত জোমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশঘর গ্রামের ফোরকান জোমাদ্দারের ছেলে। তিনি বরিশালের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তাঁর স্ত্রী আসমা বেগম (২০) ঝালকাঠির নলছিটি উপজেলা সদরের আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তিনি বরিশাল রহমতপুর কৃষি কলেজের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বছরখানেক আগে রিফাতের সঙ্গে আসমার বিয়ে হয়। এক মাস ধরে তাঁরা উজিরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাদার্শী গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকেন। তবে ফেসবুকে ছবি দেওয়া নিয়ে চার দিন আগে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। এরপর আসমা বাবার বাড়িতে চলে যান। গতকাল রাতে তিনি বাবার বাড়িতেই ছিলেন বলে দাবি করেন।
আসমা প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে তাঁরা হতাশায় ভুগছিলেন। গতকাল রাত সাড়ে ১০টার দিকে রিফাত তাঁকে ভিডিও কল দিয়ে বলেন, ‘তোমাকে বিয়ের পর থেকে আমার বাবা–মা কেউ আমাকে ভালোবাসে না, এখন তুমিও আমাকে ভালোবাসো না। তাহলে আমার বেঁচে থেকে লাভ কী?’ ভিডিও কলে কথার বলার একপর্যায়ে রিফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি দাবি করেন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে রিফাতের বন্ধু রিয়াদ ও শাওনকে জানান। পরে রিয়াদ ও শাওনের মাধ্যমে বিষয়টি রিফাতের পরিবার জানতে পারে।
রিফাতের মামা মো. শান্ত বলেন, রিফাতের বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে রাতে তিনি রিফাতের বাড়িতে যান। পরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। আজ সকালে উজিরপুর মডেল থানা–পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
উজিরপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, স্ত্রীর সঙ্গে অভিমান করে ওই তরুণ গতকাল রাতে স্ত্রীকে ভিডিও কল দিয়েছিলেন বলে জানা গেছে। পরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেছেন বলে তাঁর স্ত্রী দাবি করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে নিহত তরুণের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।