বগুড়ায় পণ্যবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বালু ও কয়লাবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার বীরগ্রাম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নাটোর সদর উপজেলার ট্রাকচালক আল আমিন ওরফে মানিক, কুড়িগ্রাম সদর উপজেলার ট্রাকচালক কুদ্দুস মিয়া ও কুড়িগ্রামের উলিপুর উপজেলার নুর ইসলাম। তাঁদের মধ্যে দুই ট্রাকের চালক আল আমিন ও কুদ্দুস মিয়া ঘটনাস্থলে এবং নুর ইসলাম হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বগুড়ার কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী প্রথম আলোকে বলেন, সকালের দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় নাটোরগামী বালুবাহী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী কয়লাবাহী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুটি ট্রাকের চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর একজন চালকের সহকারী মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও একজন হাসপাতালে মারা যাওয়ায় তাঁর ব্যাপারে শাহজাহানপুর থানায় একটি মামলা হয়েছে। শাহজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁদের ব্যাপারে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে। হাসপাতালে একজনের মৃত্যুর ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা হয়েছে।