সিলেট-১ আসন থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন

সিলেট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন আজ দুপুরে সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেনছবি: প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন (সিটি করপোরেশন ও সদর উপজেলা) থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন। আজ রোববার বেলা দেড়টার দিকে সিলেটের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। একই আসন থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মিসবাহ উদ্দিন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় তাঁর সঙ্গে তাঁর সহধর্মিণী ছিলেন। এ ছাড়া সেখানে সিলেট নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেওয়া শেষে মিসবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, দলের সিদ্ধান্তর বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিল করে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। দলের প্রতি সমর্থন দিয়েই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। একপর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে রাজনীতি করেন তিনি। আগামীতেও একই আদর্শে করবেন। নৌকার প্রার্থীর হয়ে নির্বাচনে প্রচারণা চালাবেন।

এর আগে একই আসন থেকে জাকের পার্টির প্রার্থী আবদুল হান্নান তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেন।

সিলেট-১ আসনে দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় আসনটিতে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন পাঁচজন। এর মধ্যে আছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইসুফ আহমদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আবদুল বাছিত।