বান্দরবানে দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর দাফন সম্পন্ন

জয়নব খাতুন (২৪)
ছবি: সংগৃহীত

বান্দরবানের পাহাড়ি খাদে জিপ গাড়ি পড়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নব খাতুনের (২৪) দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে তাঁর লাশ রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসা মাঠে নিয়ে আসা হয়। পরে বেলা ২টায় মাদ্রাসাসংলগ্ন রৌমারী উপজেলা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রুমা-বগালেক-কেওক্রাডং সড়কে পর্যটনবাহী জিপ খাদে পড়ে জয়নবসহ দুই পর্যটক মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ব্যক্তিরা বলেন, জয়নব খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাধ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরে পড়ছিলেন। তাঁর বাড়ি রৌমারী উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জলিল এবং মায়ের নাম জুলেখা বেগম। তিন ভাইবোনের মধ্যে জয়নব সবার ছোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে জয়নব বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি রৌমারী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর সাংগঠনিক সম্পাদক এবং ‘ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণ কন্যা’ সংগঠনের সদস্য ছিলেন।

আরও পড়ুন

রোববার দুপুরে নিহত জয়নবের জানাজায় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান পলাশ, রৌমারী সরকারি কলেজের অধ্যাপক এম আর ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নবের সহপাঠীরা উপস্থিত ছিলেন।

জয়নবের বাবা আবদুল জলিল বলেন, ‘মেয়েটা ঘুরতে যাইতে চাইয়া ফোন দিছিল। কইছিলাম যদি বন্ধুরা সবাই যায়, তয় যাইয়ো। কিন্তু ঘুরতে যাইয়া এভাবে লাশ হইয়া ফিরা আসপো, ভাববার পারি নাই।’