নাটোরের নিখোঁজ সেই এসএসসি পরীক্ষার্থীকে পাওয়া গেছে
নাটোরের সেই নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মুনতেহা এহসানকে (মুগ্ধ) খুঁজে পাওয়া গেছে। আজ শুক্রবার সন্ধায় নাটোর সদর উপজেলার মাঝদিঘা বাজারে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে তার বাবাকে খবর দেন। পরে তিনি সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। সে অসুস্থ হয়ে পড়ায় তার কাছ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।
এহসানের বাবা এজাজুল হক জানান, তাঁরা ছেলের অবস্থান জানার জন্য আজ শুক্রবার সন্ধা ৬টার দিকে নাটোর স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখছিলেন। এ সময় মাঝদিঘা বাজার থেকে একজন ফোন করে এহসানের সন্ধান দেন। তাৎক্ষণিক তাঁরা মাঝদিঘা বাজারে গিয়ে একটি গাছের নিচে তাকে বসে থাকতে দেখেন। বিধ্বস্ত চেহারা নিয়ে সেখানে সে বসে ছিল। বাবাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। সে কথা বলতে পারছে না। তাকে বিশ্রামে রাখা হয়েছে।
এজাজুল হক নাটোর শহরের চৌধুরীবাড়ির বড় মসজিদের পাশের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে। তিনি ও তাঁর স্ত্রী চাকরি করেন। মা–বাবার অনুপস্থিতিতে এহসান ৭ এপ্রিল বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল থেকে পরীক্ষা শুরু হলেও সে পরীক্ষায় অংশ নেয়নি। তাকে খোঁজার জন্য তার ছবি বুকে নিয়ে বাবা নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে গতকাল দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন।
গণমাধ্যমে প্রচারণার কারণে এহসানকে লোকজন চিনতে পেরেছেন উল্লেখ করে এজাজুল হক বলেন, এহসান যে পোশাকে বাড়ি থেকে বের হয়েছিল, সেই পোশাকে তাকে পাওয়া যায়নি। সে ছেঁড়া প্যান্ট–শার্ট পরে ছিল। কীভাবে, কোথায় সে পাঁচ দিন কাটিয়েছে, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।