শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

শেরপুর সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। গতকাল শনিবার রাতে উপজেলার তাতালপুর বাজার ও সাতপাকিয়া এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া এলাকার মো. এরশাদ আলীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মিয়া (৩৫) এবং ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে কলা ব্যবসায়ী আবদুল আজিজ (৩৬)। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে নয়টার দিকে স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মিয়া মোটরসাইকেলে করে ঝিনাইগাতী থেকে শেরপুর শহরে ফিরছিলেন। শেরপুর সদর উপজেলার তাতালপুর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আনন্দ মিয়াকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী আহত হয়েছেন।

অন্যদিকে, গতকাল রাত আটটার দিকে আবদুল আজিজ ও মোখলেসুর রহমান জামালপুরের তুলসীরচর এলাকা থেকে মোটরসাইকেলে করে শেরপুরে ফিরছিলেন। শেরপুর সদর উপজেলার সাতপাকিয়া এলাকায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আজিজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মোখলেসুর রহমানকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। তিনি আজ রোববার সকালে বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুটি মামলা হয়েছে। অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে দুই চালকই পালিয়ে গেছেন।