অসুস্থ রাজনীতির অবসান চাইলেন আ.লীগের সংসদ সদস্য জিল্লুল হাকিম

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে
ছবি: প্রথম আলো

অসুস্থ রাজনীতি ও অসুস্থ সাংবাদিকতার অবসান চাইলেন রাজবাড়ী-২ আসনের (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ বৃহস্পতিবার বিকেলে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল হক, মো. ফখরুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল হোসেন প্রমুখ বক্তব্য দেন। আলোচনা শেষে ৫০ জন দুস্থ ও প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।

সংসদ সদস্য জিল্লুল হাকিম বলেন, ‘রাজবাড়ীতে অনেক নেতা আছেন। কিন্তু করোনাকালে কাজ করার মধ্যে রাজবাড়ীতে কাজী ইরাদত আলী করছে, আর আমরা, আমাদের ছেলে এই কাজটা করছি। কিন্তু আমরা দেখতেছি, যাঁরা কোনো কিছু করেন নাই মানুষের জন্য, তাঁরা বড় বড় কথা বলেন। আমাদের বিরুদ্ধে বই ছাপিয়ে নিয়ে নেতাদের কাছে দিছেন। এর মধ্যে এক নেতা বলেই ফেলাইলেন (কেন্দ্রীয় নেতা) আপনি যে পয়সা খরচ করে বই ছাপাইছেন, এই পয়সা দিয়ে যদি করোনা আক্রান্ত রোগীদের সেবায় লাগাইতেন, তাহলে তো আপনার জনপ্রিয়তা কিছুটা বাড়ত। কিছু লোক আপনার পক্ষে থাকত। যাহোক, আমরা চাই সুস্থ রাজনীতি। মানুষের কল্যাণের জন্য রাজনীতি। মানুষ যদি কোনো নেতার পেছনে না থাকেন, আস্থা না রাখেন, তিনি নেতা হতে পারেন না। তাঁর পেছনে লোকজনও থাকেন না। অত নেতা হয়ে লাভ নাই। যে দলই বলেন।’

আরেকটি কথা আছে, ‘আমাদের সাংবাদিকেরা এখানে আছেন। কিছু কিছু সাংবাদিক কাউকে কাউকে টার্গেট করে খবর ছাপান। একদম উদ্দেশ্যমূলকভাবে। আমরা অসুস্থ রাজনীতি ও অসুস্থ সাংবাদিকতার অবসান চাই। সাংবাদিকেরা যদি ঠিকমতো সংবাদ পরিবেশন না করেন, এটাও সমাজের ক্ষতি করে। সঠিক সংবাদটা পরিবেশন করতে হবে। উদ্দেশ্যমূলক নয় বা কারও পক্ষ নিয়ে সংবাদ পরিবেশন নয়।’