ভোটার তালিকা হালনাগাদের কাজ নির্ভুলভাবে করতে কঠোর নির্দেশ দিলেন নির্বাচন কমিশনার

‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষেছবি: প্রথম আলো

ভোটার তালিকা হালনাগাদের কাজ খুব সতর্কতার সঙ্গে এবং নির্ভুলভাবে করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কঠোর নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। নির্বাচন কমিশনার বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে এই জাতিকে একটা ভালো ভোটার তালিকা উপহার দিই।’

‘নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা’ বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন প্রমুখ।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে গিয়ে তাদের দেশপ্রেমের কমিটমেন্ট দেখে আমরা অভিভূত। তারা আমাদের বলেছে, আপনারা নির্বাচন কমিশনার হয়ে আসছেন, আমরা খুশি। কিন্তু ভালো ভোট যদি উপহার দিতে না পারেন, আপনাদেরও আমরা ছাড়ব না, তারা এটা আমাদের সরাসরি বলেছে। তারা নির্ভেজাল গণতন্ত্র চায়। ভালো নির্বাচন না হলে তারা আবারও আন্দোলনে নামবে বলেও আমাদের জানিয়ে দিয়েছে। তাই শত প্রতিকূলতার মধ্য দিয়েও জাতির স্বার্থে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। আমি আশা করি, সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব।’

নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ একটাই, সেটা হলো মনকে ঠিক করা। উদ্দেশ্য মহৎ থাকলে চ্যালেঞ্জ কোনো কিছু না। ১ শতাংশ ত্রুটিও যদি নির্বাচন কমিশনের থাকে, সেটি থাকা উচিত না। জনগণের থাকতে পারে, বুঝে হোক না বুঝে হোক, বিভিন্ন সুযোগ-সুবিধা নেওয়ার জন্য হোক—এটা তারা করবেই। দালালমুক্ত করা এটা কোনো কঠিন কাজ না। সাবধান করে দিচ্ছি, এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে।’

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এনআইডি নিয়ে বিগত দিনে অনেক বদনাম আছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে নির্ভুল ভোটার লিস্ট করতে হবে। জাতিকে ভালো ও নির্ভেজাল ভোটার তালিকা উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।’

৩৫ লাখ নতুন ভোটার হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে এ নির্বাচন কমিশনার বলেন, ‘ভালো একটি নির্বাচন করার জন্য আমাদের যা যা করা দরকার, আমাদের তা–ই করতে হবে। সেটার পূর্বশর্ত হলো একটি সুষ্ঠু, ভোটার তালিকা প্রণয়ন করা। সেটার দায়িত্ব আপনাদের। এই দায়িত্ব যদি আপনারা পালন না করেন, তাহলে কিন্তু বিপদ আছে।’