পাবনায় দেড় কেজি গাঁজাসহ নারী কাউন্সিলর গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

পাবনার আটঘরিয়া উপজেলায় দেড় কেজি গাঁজাসহ শারমিন আক্তার (৩০) নামের এক নারী কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) শহরের মেরিল বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শারমিন আক্তার আটঘরিয়া উপজেলার দেবোত্তর গ্রামের নিজামুল হকের স্ত্রী। তিনি আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর।

ডিবি পুলিশের দাবি, কাউন্সিলর শারমিন আক্তার জনপ্রতিনিধি থাকার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করছিলেন। তিনি নারীদের নিয়ে মাদক বিক্রির চক্র গড়ে তুলেছেন। চক্রটি জেলা শহর ও প্রত্যন্ত গ্রামে মাদকদ্রব্য সরবরাহ করে। জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান সরবরাহ করা হবে, এমন খবর পেয়ে গতকাল সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়। তখন দেড় কেজি গাঁজাসহ শারমিন আক্তারকে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান মাহমুদ বলেন, ওই নারীকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ওই নারী মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।