চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার ব্যবস্থাপনা পরিচালককে বদলি

চট্টগ্রামের মানচিত্র

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা কোম্পানি লিমিটেডের (সিইউএফএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মাদ শহীদুল্লাহ খানকে বদলি করা হয়েছে। গতকাল রোববার তাঁকে বদলি করে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন (বিসিআইসি)। এক মাস ধরে কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এ পরিস্থিতে তাঁর বদলির আদেশ হলো।

চিফ অব পারসোনাল মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। মুহাম্মাদ শহীদুল্লাহকে জামালপুরের তারাকান্দিতে অবস্থিত জামালপুর সার কারখানা লিমিটেডে (জেএফসিএলে) বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার শ্রমিকেরা বলেন, গত ২৬ অক্টোবর শ্রমিক কর্মচারী ইউনিয়নের (সিবিএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার সম্ভাব্য তারিখ ছিল। এর এক দিন আগে চিঠি দিয়ে সভা না করার জন্য অনুরোধ জানায় কারখানা কর্তৃপক্ষ। ওই চিঠি দেওয়ার পরদিনই সিবিএর সভাপতি প্রার্থী এমরান খানসহ চারজনকে বদলি করা হয়।

এদিকে সাধারণ সভা বন্ধ রেখে সভাপতি পদপ্রার্থীসহ চারজনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদলি করায় টানা কর্মসূচি পালন করে সিইউএফএল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। শ্রমিকদের আন্দোলনের মধ্যেই আরও চারজন শ্রমিককে বদলি করা হলে কারখানায় শ্রমিক অসন্তোষ চরম পর্যায়ে পৌঁছে। এ অবস্থায় কারখানার ব্যবস্থাপনা পরিচালককে বদলি করা হলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে শ্রমিক-কর্মচারীদের মধ্যে।

সিইউএফএল সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক এমরান খান বলেন, ‘আমাদের এজিএম বন্ধ করতে বলে উল্টো আমাদের বদলি করা হয়েছিল। কারখানার নিবেদিতপ্রাণ শ্রমিক-কর্মচারীদের বিষিয়ে তুলেছিলেন তিনি। এখন স্বস্তি ফিরে এসেছে।’

এ বিষয়ে কথা বলতে মুহাম্মাদ শহীদুল্লাহ খানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।