ট্রাক ও বিদ্যুতের খুঁটির চাপায় ফল বিক্রেতার মৃত্যু
নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুতের খুঁটি ও ফলবোঝাই ট্রাকের চাপায় এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় শহরের ব্যস্ততম পাঁচমাথা মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে হাতিখানা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহত ফল বিক্রেতার নাম আবদুল হাকিম (৫১)। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে সাতটার দিকে হাতিখানা সড়কের পাশের ফলের আড়তে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় ছিল। এরই মধ্যে আঙুর ও বরই–বোঝাই ট্রাক পেছনের দিকে ঘোরাতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে কেনাবেচায় ব্যস্ত থাকা কয়েকজন ফল বিক্রেতাকে ওই খুঁটি ও ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আবদুল হাকিম নামেল ওই ফল বিক্রেতা। এ ছাড়া ওই দুর্ঘটনায় ওই ফলের আড়তের শ্রমিক সৈয়দপুরের ইকবাল (৩২), আলমগীর (৩৬) ও মিঠাপুকুরের আল আমিন (৪৪) গুরুতর আহত হন। তাঁদের সৈয়দপুর উপজেলার ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক ফলের আড়তদার জানান, ‘আমাদের কোনো স্থায়ী বাজার নেই। তাই বাধ্য হয়ে রেললাইনের কাছের সরু রাস্তায় এই অস্থায়ী বাজার বসাতে হয়। সরু রাস্তায় হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এখানে। অথচ এটি আশপাশের কয়েকটি জেলা মিলে ফলের বৃহত্তম আড়ত। কর্তৃপক্ষ আজও আমাদের কোনো স্থায়ী ব্যবস্থা করে দেয়নি।’
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ফল বিক্রেতা আবদুল হাকিমে মরদেহট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।