নুরুল ইসলাম নাহিদের আসনে প্রার্থী হতে চান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি

সিলেট-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী। সোমবার দুপুরে এবিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য তিনি দেন
ছবি: প্রথম আলো

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী ওরফে এলিম। আজ সোমবার দুপুরে নগরের নাইওরপুল এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মঞ্জুর শাফি চৌধুরী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলেছে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের এ গতিশীলতা বজায় রাখতে সিলেট-৬ আসনে যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজন।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুবিন আহমদ জায়গীরদার, সহসভাপতি আবুল ফজল চৌধুরী, রোকন উদ্দিন, জিল্লুর রহমান ও মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি। এর আগেও আওয়ামী লীগের টিকিটে ১৯৯৬ সালে সপ্তম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন। এর মধ্যে তিনি দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আগামী নির্বাচনেও দলের হয়ে মনোনয়নপ্রত্যাশী নুরুল ইসলাম নাহিদ। নির্বাচনের সময় এগিয়ে আসার সঙ্গে সঙ্গে এলাকায় তৎপরতা বাড়িয়েছেন। তিনি ছাড়াও আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী অন্তত চারজন। তাঁরা হলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফসর খান, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ।

দলীয় মনোনয়ন চেয়ে মতবিনিময় সভায় মঞ্জুর শাফি চৌধুরী বলেন, ‘উপনির্বাচনে বিজয়ী হয়ে অল্প সময়ের মেয়াদে আমি উপজেলা চেয়ারম্যান হয়ে এলাকায় যে কাজ করেছি, আমার বিশ্বাস বড় পরিসরে সুযোগ পেলে এলাকার জন্য আরও অনেক কিছু করতে পারব। কর্মহীন জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মশক্তি হিসেবে গড়ে তুলতে চাই। যাতে দেশ-বিদেশে কোথাও যেন তাঁদের কাজের অভাব না হয়।’

মঞ্জুর শাফির দাবি, মাঠে কাজ করতে গিয়ে তিনি দেখেছেন উন্নয়নের ক্ষেত্রে এখনো অন্য অনেক এলাকার চেয়ে পিছিয়ে আছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা। একসময় শিক্ষাদীক্ষায় এগিয়ে থাকা এ অঞ্চল ক্রমেই পিছিয়ে পড়ছে। জেলা আওয়ামী লীগের এই সদস্য বলেন, একটি সমৃদ্ধ জনপদ গড়ে তুলতে হলে শুধু বর্তমান নিয়ে না ভেবে ভবিষ্যতের জন্যও পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সেভাবেই তিনি এগিয়ে যেতে চান।