২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বৈষম্যবিরোধী ছাত্রদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলা অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাট জেলার মানচিত্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে গত ১৮ জুলাই  ফেসবুকে পোস্ট দেওয়া লালমনিরহাটের এক অধ্যক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে গতকাল শুক্রবার বিকেলে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বির হোসেন অভিযোগটি করেন।

অভিযোগে বিবাদী করা হয়েছে আবদুর রউফ সরকারকে। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনার উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত কবির বলেন, গতকাল বিকেলে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার এ–সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। ওই পুলিশ কর্মকর্তা এক প্রশ্নের জবাবে বলেন, ‘যেহেতু অভিযোগটিতে ডিজিটাল কনটেন্ট রয়েছে, সেহেতু অভিযোগটিকে নিয়মিত মামলা হিসেবে রংপুর সাইবার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। কালীগঞ্জ থানায় এ–সংক্রান্ত বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

অভিযোগে উল্লেখ করা হয়, চলতি বছরের ৫ আগস্টের আগে কোনো একসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অধ্যক্ষ আবদুর রউফ সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্রদের আক্রমণাত্মক ভাষায় প্রতিবন্ধী প্রজন্ম উল্লেখ করে অপমান, অপদস্ত বা হেয়প্রতিপন্ন করে একটি পোস্ট দেন। বিষয়টি অনেকের দৃষ্টিতে আসে।

খোঁজ নিয়ে জানা যায়, অধ্যক্ষ আবদুর রউফের বিরুদ্ধে তাঁর কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর ২০ অক্টোবর লালমনিরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে কালীগঞ্জ থানায় মামলা করার নির্দেশনা দেন। ওই নির্দেশনার আলোকে গতকাল বিকেলে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হলো।

এক প্রশ্নের জবাবে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোবাশ্বির হোসেন বলেন, ‘লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার এসএম শাফায়াত আখতার নুর মহোদয়ের নির্দেশনার আলোকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আমাকে এ–সংক্রান্ত বিষয়ে মামলা করতে বলেন।’

বুধবার প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ফেসবুকে পোস্টের জেরে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করার নির্দেশ লালমনিরহাট জেলা প্রশাসনের’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়।

অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা এস তাবাসসুম রায়হান মুসতাযীর বলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গতকাল বিকেলে কালীগঞ্জ থানায় অভিযুক্ত অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এখন অভিযোগটি সাইবার ট্রাইবুনালে যাবে। আদালত সিদ্ধান্ত নেবেন পরবর্তী বিষয়ে।