আদালত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সোনার বারসহ গ্রেপ্তার ভারতীয় ট্রাকচালক রেন্টু শেখের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর এ আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রেন্টু শেখ (৪০) ভারতের মালদা জেলার ইংলিশ বাজার থানার মাহাদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ১০টার দিকে রেন্টু শেখ বন্দরে মালামাল নামিয়ে ট্রাক নিয়ে ভারতে ফিরে যাচ্ছিলেন। এ সময় পানামা গেটসংলগ্ন বালিয়াদীঘি জিরোপয়েন্ট এলাকায় তাঁর ট্রাক থামানো হয়। এ সময় বিজিবি সদস্যরা ট্রাকের ভেতর তল্লাশি চালিয়ে চালকের সিটের নিচ থেকে বিভিন্ন আকারের ৫০টি স্বর্ণের বার উদ্ধার করেন। যার ওজন ৩ কেজি ৪৭৬ দশমিক ২৪৫২ গ্রাম। এ সময় রেন্টু শেখকে গ্রেপ্তার ও ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।