শরীর থেকে বিচ্ছিন্ন দুটি পা দিঘি থেকে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি দীঘি থেকে শরীর থেকে বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়া এলাকায়ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি দিঘিতে শরীর থেকে বিচ্ছিন্ন দুটি পা ভেসে উঠেছে। আজ রোববার সকালে উপজেলার বিটঘর গ্রামের উত্তরপাড়া থেকে পা দুটি উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

এর আগে গত ৩১ জানুয়ারি বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুরপাড় থেকে একটি লাগেজ থেকে মাথা ও দুই পা বিচ্ছিন্ন অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছিল পুলিশ। তবে লাগেজের ভেতরে মাথা ও পায়ের অংশ পাওয়া যায়নি। ঘটনার ১২ দিন পার হলেও ওই তরুণীর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। আজ নবীনগর উপজেলার বিটঘর থেকে উদ্ধার করা দুটি পা ওই তরুণীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন

স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বিটঘর উত্তরপাড়া গ্রামের দিঘিতে দুটি পা ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও নবীনগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শরীর থেকে বিচ্ছিন্ন দুটি পা উদ্ধার করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম আজ দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, পা দুটি অর্ধগলিত ও তাতে পচন ধরেছে। শরীরের বাকি অংশ এই দিঘিতে পাওয়া যায় কি না, তা দেখার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দুটি পা ফ্রিজে কয়েক দিন রাখার পর তিন-চার দিন আগে দিঘিতে ফেলেছে এবং পা দুটি কোনো তরুণী বা নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। পা দুটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।