ভৈরব নদের স্রোতে ভেসে এল বস্তাবন্দী লাশ

লাশপ্রতীকী ছবি

খুলনা নগরের ভৈরব নদের পানির স্রোতে ভেসে এসেছে বস্তাবন্দী অজ্ঞাতনামা একজনের লাশ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরের খানজাহান আলী থানা এলাকার গফ্ফার ফুডের বালির ঘাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ৪৮ থেকে ৫০ বছরের মধ্যে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ভৈরব নদের জোয়ারের পানির স্রোতে বস্তাবন্দী একটি লাশ ভেসে ভেসে নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। লাশের বস্তাটি খানজাহান আলী থানা এলাকার গফ্ফার ফুড বালির ঘাটের একটি বাঁশের সঙ্গে আটকে যায়। স্থানীয় লোকজন বস্তার ভেতর থেকে পায়ের গোড়ালি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, লাশটি একজন পুরুষের। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে খানজাহান আলী থানা-পুলিশ ও নৌ পুলিশ কাজ করছে।