টেকনাফ সীমান্তে থেমে থেমে গুলির শব্দ আসছে, সতর্ক বিজিবি
আশ্রয়শিবির ছেড়ে পালানোর চেষ্টাকালে কক্সবাজারের উখিয়ায় ৪০ রোহিঙ্গা আটক।
কক্সবাজারের টেকনাফের দক্ষিণ-পূর্ব সীমান্তে গতকাল সোমবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। মাঝেমধ্যে বিকট শব্দে লোকজন আতঙ্কিত হয়ে পড়ছেন।
ওপারে গোলাগুলি চলতে থাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাংকার বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের আশপাশের এলাকায় রোহিঙ্গারা যাতে ঢুকতে না পারে, সে জন্য টহল বাড়িয়েছে পুলিশ।
অপর দিকে আশ্রয়শিবির ছেড়ে পালানোর চেষ্টাকালে গতকাল ৪০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সংঘর্ষ চলছে। ৫ ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুজন নিহত হন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা পুরুষ। সংঘর্ষ চলাকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ সে দেশের ৩৩০ জন এ দেশে ঢুকে পড়ে। ১৫ ফেব্রুয়ারি সকালে তাদের মিয়ানমারে পাঠিয়ে দেওয়া হয়।
সতর্ক বিজিবি
টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ইউনিয়নের সীমান্তের ওপার থেকে রোববার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শাহপরীর দ্বীপে অবস্থান করে মিনিট পাঁচেক পর পর গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের প্রথম আলোকে বলেন, রাত থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে গুলির শব্দ আসছে।
সরেজমিনে দেখা যায়, বিজিবি সদস্যরা শাহপরীর দ্বীপ জেটিঘাটের মুখে বাংকার বসিয়ে সীমান্তে অস্ত্র তাক করে আছে। তাঁরা জানান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
সীমান্তের আশপাশের এলাকায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। টেকনাফ থানার ওসি ওসমান গনি গতকাল প্রথম আলোকে বলেন, সীমান্তের আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। স্থানে বাসিন্দাদের সচেতন করা হচ্ছে রোহিঙ্গারা যাতে ঢুকতে না পারে।
সেন্ট মার্টিনের বাসিন্দা নুর আহমদ বিকেলে প্রথম আলোকে বলেন, পাঁচ–দশ মিনিট পরপর সেন্ট মার্টিনে তাঁরা গুলির শব্দ শুনতে পাচ্ছেন।
মিয়ানমারের সঙ্গে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। আর শাহপরীর দ্বীপ থেকে মিয়ানমার সাত কিলোমিটার।
গত শনিবার মিয়ানমার সীমান্তের ওপার থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাটে আসা গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ পাঁচজনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তিনজনকে পাঠানো হয় ওই দিনই। আর গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী ও তাঁর স্বামীকে চিকিৎসা দিয়ে রোববার ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন জানান। পরে খুদে বার্তা পাঠানো হলেও এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
আশ্রয়শিবির ছেড়ে পালানোর চেষ্টাকালে ৪০ রোহিঙ্গা আটক
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়া ডিগ্রি কলেজ এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে কক্সবাজার ও চট্টগ্রামগামী বিভিন্ন যানবাহন থেকে ৪০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে তাদের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সহকারী (ক্যাম্প ইনচার্জের) কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অধিনায়ক মো. আমির জাফর। তিনি বলেন, এরা সবাই চট্টগ্রামের পটিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। ওখানে একটি চক্র তাদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
উখিয়া–৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মো. আমির জাফর বলেন, আশ্রয়শিবির ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সময় যানবাহনে তল্লাশি চালিয়ে চলতি মাসে ৫১১ জন রোহিঙ্গাকে আটক করে পুনরায় আশ্রয়শিবির পাঠানো হয়েছে।
উখিয়া সীমান্তে জেলের লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ার রহমতের বিল সীমান্ত এলাকায় নিখোঁজের ১৮ দিন পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মোস্তাফিজুর রহমান (৪৮)। গতকাল সকালে রহমতের বিল সীমান্ত এলাকা থেকে এটি উদ্ধার করে স্থানীয় লোকজন।
নিহত মোস্তাফিজুর রহমানের ছেলে মুস্তাফা কামাল প্রথম আলোকে বলেন, ‘লাশ নয়, বাবাকে জীবিত চেয়েছিলাম।’
মুস্তফা কামাল জানান, সীমান্তের ওপারে তাঁর বাবাকে মেরে এপারে ফেলে দেওয়া হয়। রোহিঙ্গা সন্ত্রাসী নবী বাহিনীকে এ ঘটনায় সন্দেহ করছেন তাঁরা। ২ ফেব্রুয়ারি রহমতের বিল সীমান্ত এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোস্তাফিজুর রহমান।