মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে স্বামীকে হত্যার দায়ে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই নারীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত নারীর নাম নীলা আক্তার (৪০)। তিনি শহরের মাঠপাড়া এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী ও সদর উপজেলার নয়াগাঁও এলাকার জয়নাল আবেদিনের মেয়ে। রায় ঘোষণার সময় নীলা আক্তার আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে মুন্সিগঞ্জ সদর উপজেলা শহরের মাঠপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে নাজির হোসেনের সঙ্গে নীলা আক্তারের বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। তবে বিয়ের পর থেকেই স্বামী–স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল। এর জেরে ২০১৫ সালের ২০ জুন রাত নয়টার দিকে নীলা তাঁর স্বামী নাজিরকে মারধর করেন। এরপর নাজির খাওয়াদাওয়া না করে শুয়ে পড়েন। পরে রাত সাড়ে নয়টার দিকে নীলা শ্বাস রোধ করে নাজিরকে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনার পরদিন নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় নীলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। দীর্ঘ শুনানির পর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামি নীলাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

মুন্সিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এর আগেই হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন নীলা। তিনি ২০১৫ সাল থেকে কারাগারেই ছিলেন। আজ তাঁর উপস্থিতিতেই এই আদেশ দেন বিচারক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল মতিন বলেন, ‘সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।’