রাঙামাটিতে ছাত্রলীগ নেতার সন্ধান দাবিতে আজও ৩ সড়ক অবরোধ

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ ছাত্রলীগ নেতার সন্ধান দাবিতে দুই দিনব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রাঙামাটি-বান্দরবান সড়কের বাঙালহালিয়া বাজার এলাকায়
ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইনবিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিনের সন্ধানের দাবিতে জেলার তিনটি সড়ক আজও অবরোধ করেন আন্দোলনকারীরা। সড়ক তিনটি হলো বাঙালহালিয়া-রাজস্থলী, রাঙামাটি-বান্দরবান ও বাঙালহালিয়া-চন্দ্রঘোনা।

আজ বুধবার অবরোধের সমর্থনে তিনটি সড়কে পিকেটিং ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলো।

এর আগে আন্দোলনের প্রথম দিন গতকাল মঙ্গলবার বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির ব্যানারে একই কর্মসূচি পালিত হয়। এ আন্দোলন চলাকালে গতকাল ও আজ সড়ক তিনটিতে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঙালহালিয়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন ছিল।

বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. এমদাদুল হক প্রথম আলোকে বলেন, দুই দিনের শান্তিপূর্ণ কর্মসূচি সফল হয়েছে। এখন তাঁরা কয়েক দিন অপেক্ষা করবেন। এরপরও সালাউদ্দিনকে উদ্ধার করা না গেলে আন্দোলনের মাধ্যমে তিন পার্বত্য জেলা অচল করে দেওয়া হবে।

আরও পড়ুন

৪ ডিসেম্বর এক বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে উপজেলা সদরে যান মোহাম্মদ সালাউদ্দিন। একপর্যায়ে তাঁরা নিজেদের কাজে আলাদা হয়ে যান। এর পর থেকে সালাউদ্দিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনার দুই দিন পর সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে রাজস্থলী থাকায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের পর ১৫ দিন পার হয়ে গেলেও মোহাম্মদ সালাউদ্দিনের কোনো সন্ধান না মেলায় গত সোমবার বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি অবরোধ কর্মসূচির ডাক দেয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, আজ সকাল থেকে বাঙালহালিয়া বাজার, রাজস্থলী বাজার, রাঙামাটি-বান্দরবান ও বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে পিকেটিং করেন আন্দোলনকারীরা। আজ ছিল রাজস্থলী বাজারে সাপ্তাহিক হাট। সড়কে যানচলাচল বন্ধ থাকায় হেঁটে ও কাঁধে করে উৎপাদিত পণ্য বিক্রি করতে নিয়ে আসতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন লোকজন। বিকেল সাড়ে তিনটার দিকে বাঙালহালিয়া বাজারে বিক্ষোভ মিছিল হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন প্রথম আলোকে বলেন, দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নিখোঁজ মোহাম্মদ সালাউদ্দিনকে উদ্ধারে পুলিশ তৎপর।