বাগেরহাটে বাল্যবিবাহের ঘটনায় এক ভুয়া কাজিকে ৬ মাসের কারাদণ্ড

আদালত
প্রতীকী ছবি

বাগেরহাটে সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ে দেওয়ার ঘটনায় এক ভুয়া কাজিকে (বিবাহ নিবন্ধক) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ খানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (৩১)। তিনি দক্ষিণ খানপুর গ্রামের আমির আলী শেখের ছেলে। কাজি না হয়েও তিনি নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বিয়ে সম্পাদন করতেন বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মুছাব্বেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মিজানুর রহমান নামের ওই ভুয়া কাজি নকল বিবাহ নিবন্ধন ফরম ব্যবহার করে বাল্যবিবাহ দিতেন। অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের বিয়ে সম্পাদন করে রাখার পর কনে বা বর পূর্ণবয়স্ক হলে পার্শ্ববর্তী কোনো সরকারি বিবাহ নিবন্ধকের কাছে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতেন। গতকাল রাতে একইভাবে ওই এলাকার এক কিশোরীর বিয়ে সম্পাদন করছিলেন মিজানুর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নকল নিবন্ধন ফরমসহ ওই ভুয়া কাজিকে হাতেনাতে ধরা হয়। এ সময় তাঁর কাছে প্রায় অর্ধশত বিবাহ সম্পাদনের পূরণকৃত নকল ফরম পাওয়া যায়। পরে ওই ব্যক্তি অপরাধ স্বীকার করার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে ১৫ জুলাই একই দিনে পৃথক দুটি বাল্যবিবাহ দেওয়ার অপরাধে বাগেরহাট সদরে এক কাজি ও অভিভাবককে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।