মানুষ যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, তখন চিন্তা করতে হবে: জি এম কাদের

চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালেছবি: মঈনুল ইসলাম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর ও সিটির আংশিক) আসনে দলটির প্রার্থী জি এম কাদের বলেন, ‘বেশির ভাগ মানুষ যদি মনে করে নির্বাচনটা ভালো হচ্ছে না, তখন আমাদের চিন্তা করে দেখতে হবে, কী করা যায়!’

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ নির্বাচনী এলাকার রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টি থেকে অনেক প্রার্থী নির্বাচনের শেষ মুহূর্তে এসে সরে যাচ্ছেন—এমন কথার জবাবে জি এম কাদের বলেন, ‘অনেকেই অর্থনৈতিকভাবে কুলাতে পারছেন না। পরিবেশ ভালো হচ্ছে না, হুমকিও থাকতে পারে। যেকোনো কারণেই হোক, তাঁরা সরে দাঁড়াতে চাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রার্থীরা এখনো বলছেন, তাঁরা ভালো করবেন। তা ছাড়া বিপুল প্রার্থী সরে যাওয়ার আশঙ্কা নেই। যখন সরে যাবেন, তখন বলা যাবে। তবে সরে গেলে আমাদের ওপর চাপ সৃষ্টি হবে। তারপরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকার চেষ্টা করছি।’

নির্বাচনের পরিবেশ নিয়ে জি এম কাদের বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুব বেশি খারাপ বলা যাবে না। তবে ভোটারদের যে আশঙ্কা, তা উড়িয়ে দেওয়ার মতো না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত বলছে, ঠিক আছে এবং ঠিক থাকবে। আমরা সেই বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। দেখি শেষ পর্যন্ত কী হয়।’

দলগতভাবে জাতীয় পার্টি কতটি আসন পেতে পারে? এমন প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমি এখনো সেই হিসাব করি নাই, কতটা পেতে পারে, কতটা পাবে না। এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনটা কেমন হবে, সেটাও আমরা নিশ্চিতভাবে বুঝতে পারছি না। শেষ পর্যন্ত নির্বাচনটা কীভাবে হয়? ফলাফল কীভাবে ঘোষণা করা হয়? এগুলো দেখে আমরা বুঝতে পারব, আমরা কয়টা সিট পেতে পারি।’

জাতীয় পার্টির অন্যান্য প্রার্থীর প্রচারণায় কেন অংশ নিচ্ছেন না? এমন প্রশ্নের জি এম কাদের বলেন, ‘যাওয়ার মতো প্রয়োজন হয়নি। যেখানে যাওয়ার, সেখানে যাচ্ছি। তবে অন্য নির্বাচনের মতো এই নির্বাচন সেইভাবে হচ্ছে না। প্রার্থীরা নিজেরাই প্রচারণাসহ অন্যান্য কাজ করছেন।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসীর, জেলা জাপার সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম প্রমুখ।