বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় আরও একজন গ্রেপ্তার, ছয়জনের রিমান্ড

বান্দরবানে ব্যাংক ডাকাতি মামলায় রুমা থেকে গ্রেপ্তার সাইলুক থাং বমকে কারাগারে নেওয়া হচ্ছ। বান্দরবানের চীফ জুডিসিয়েল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণ থেকে আজ দুপুরে তোলাছবি: প্রথম আলো

বান্দরবানে ব্যাংক ডাকাতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুটের ঘটনায় মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রুমা উপজেলা সদর থেকে সাইলুক থাং বম (৪০) নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার পাইন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিয়াম রোয়াত বমের ছেলে।

এদিকে একই ঘটনায় ১৪ জুন রোয়াংছড়ি থেকে গ্রেপ্তার হওয়া ছয়জনকে এক দিন করে রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরান এই আদেশ দেন। ওই ছয়জন হলেন রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাইংখিয়ংপাড়ার মুনকিম লিয়ান বম (৪৩), রোয়াল লিয়ান সাং বম (৩০), রাম চনহ সাং বম (২৫), রোয়ালে খুম লিয়ান বম (৪০), কাপময় থাং বম (৩৪) ও সুয়ানলুপাড়ার ইসহাক বম (৩৮)।

গতকাল গ্রেপ্তার হওয়া সাইলুককেও আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম এমরানের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইলুককে কারাগারে পাঠানো ও ছয়জনকে রিমান্ডের আদেশের বিষয়টি আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি ও পুলিশ-আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, বান্দরবানের নতুন সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনা ঘটিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২৪ নারীসহ ১০৯ জন গ্রেপ্তার হয়ে কারাগারে।