নোয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, প্রধান শিক্ষকের পদত্যাগ কার্যকর করার দাবি
নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চবিদ্যালয়ে এক শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষকেরাও যোগ দেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে, মৃধারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রধান শিক্ষকের যোগসাজশে ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী মো. শুভর ওপর বিদ্যালয়ে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ অক্টোবর পদত্যাগ করেন। তবে প্রধান শিক্ষকের দাবি, তিনি পদত্যাগ করেননি। তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন মৃধারহাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস, সহাকরী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তার, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চবিদ্যালয়ের পদত্যাগ করা প্রধান শিক্ষক হিরণ্ময় ভৌমিক বলেন, তাঁর কাছ থেকে জোর করে পদত্যাগপত্রের স্বাক্ষর নেওয়ার ঘটনায় তিনি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিতভাবে জানিয়েছেন। প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শিক্ষার্থীরা তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে, সব ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জানতে চাইলে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান প্রথম আলোকে বলেন, ওই শিক্ষককে জোর করে পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধেও নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সার্বিক বিষয়ে তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়া গেলে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তা ছাড়া কোনো শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।