বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে পাল্টা মামলা

সিলেট জেলার মানচিত্র

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম নুনু মিয়ার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে এবার পাল্টা মামলা দায়ের হয়েছে। বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. ময়না মিয়া।

আজ মঙ্গলবার সিলেটের সাইবার ট্রাইব্যুনালে দায়ের এ মামলায় এস এম নুনু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। এতে সাক্ষী হিসেবে বিশ্বনাথ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা মুহিবুর রহমানসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে।

নুনু মিয়ার অনুসারী উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল হক গত ৩০ আগস্ট মেয়র মুহিবুর রহমানকে প্রধান আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

ময়না মিয়ার দায়ের করা মামলায় বলা হয়, নুনু মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ করা নলকূপ আত্মসাৎ করে জনগণের কয়েক কোটি টাকা তছরুপ করেন। বক্তৃতা ও বিবৃতি দিয়ে এ ঘটনার প্রতিবাদ করেন মেয়র মুহিবুর রহমান। এতে আক্রোশবশত নুনু মিয়া ফেসবুকে মুহিবুর রহমানকে সমাজে হেয়প্রতিপন্ন, অপমান ও অপদস্থ করার হীন মানসিকতায় মিথ্যা, কুরুচিপূর্ণ, আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।

বাদীর আইনজীবী মিসবাউর রহমান আলম প্রথম আলোকে বলেন, আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

মামলার বিষয়ে বক্তব্য জানতে বিশ্বনাথ উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম নুনু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

সম্প্রতি মুহিবুর রহমান ফেসবুকে একের পর এক ভিডিও বার্তায় নুনু মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ আনেন। পরে পাল্টা আরেক ভিডিও বার্তায় নুনু মিয়াও মুহিবুরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনায় নুনু মিয়ার অনুসারী হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক নুরুল হক গত ৩০ আগস্ট মেয়র মুহিবুর রহমানকে প্রধান আসামি করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।